তত্ত্বাবধায়ক সরকার বহালের বিকল্প হাসিনার নাই || Pinaki Bhattacharya || The Untold

ইন্ডিয়ান আরো কিছু পণ্যের নাম করি যেইগুলা আমরা কিনমু না। পারলে, কিসান, হলদিয়ারাম, ম্যাগি নুডলস, ব্রিটানিয়া, ক্যাডবেরিস, গুড নাইট মশার কয়েল। হামার এক ক্ষুদ্র ভগিনি কছে যে হুইস্পার স্যানিটারি ন্যাপকিন আর কিনবি না। হামি তো জানতাম হুইস্পার মাল্টিন্যাশনাল। কিন্তু ইন্ডিয়ায় তৈরি প্রোডাক্ট হলেই সেডা হাংকেরে বর্জনের তালিকাত পড়বি। কোন কোন দোকানে এই পণ্য সরায় নাই তার ছবি আর ভিড্যু পাঠাবেন। ওই দোকান আমরা বয়কট করবো। ইন্ডিয়ান পণ্য বয়কটের ঘোষণা আমার প্রত্যেক ভিডিওতে থাকবে আর যেই দোকান ইন্ডিয়ান পণ্য মুক্ত সেই দোকানের ভিডিও পাঠাবেন সম্ভব হলে দোকানদারের একটা বার্তা সহ। আমর চ্যানেল থেকে সেটা প্রচারিত হবে উৎসাহিত করার জন্য। সেই দোকান থেকে যেন সবাই কেনাকাটা করে। শুধু ইন্ডিয়ান পণ্যই বর্জন না যেই দোকানে থাকবে সেই দোকান বর্জন আর যেই দোকান ইন্ডিয়ান পণ্য মুক্ত সেই দোকানের প্রমোশন। মেসেজ ক্লিয়ার? শাব্বাস আমাদের আর ঠেকায় কে। এইবার দেখি হামার ক্ষুদ্র ভ্রাতা আর ভগ্নিরা ক্যাংকা করিৎকর্মা। আর হ্যা, দেশী পণ্য কিনিবেন, হয়তো খুব ভালো হবেনা, কিন্তু তাই নেন। যেই দেশের প্রধান নেতা বাংলাদেশের মানুষকে উইপোকা বলে সেই দেশের তো কোন পণ্যই কেনা উচিৎ না। ওদের প্যাটে লাথি না পড়লে ওরা সাইজ হবেনা। Playlist: বাংলাদেশ প্রসঙ্গ - বাংলাদেশ - FOLLOW ME ON: আমার ফেসবুক পেজ - আমার টুইটার হ্যান্ডেল - MY BOOKS: স্বাধীনতা উত্তর বাংলাদেশ - সোনার বাংলার রুপালি কথা বইয়ের ইংরেজি অনুবাদ - স্বাধীনতা উত্তর বাংলাদেশ - স্বাধীনতা উত্তর বাংলাদেশ - প্রথম খণ্ড - মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম - Merchandise -
Back to Top