আমেরিকা, দিল্লীর সাথে তলে তলে সব আপস হয়ে গেছে, কোনো চিন্তা নেই : বলেছেন, জনাব ওবায়দুল কাদের (অক্টোবর ৩, দুই হাজার তেইস সালে ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। ওয়ান এলিভেনে বন্দী-দশায় অনেক সত্য কথা বলে দিয়েছিলেন। এইবার দুই হাজার তেইস সালে বললেন তলে তলে আপোস হয়ে গিয়েছে। ১০০% সঠিক বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। বলেছেনঃ “কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? তলে তলে সব আপস হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যথাসময়ে নির্বাচন হবে।“ যদি তাই না হবেঃ (১) বিএনপি-র এত বড় সন্মেলন তুড়ি মেরে উড়িয়ে দেয়া হল। পুলিশ হত্যা হল, কর্মী ও জনতা হত্যা হল, এর কিছুদিন পর গার্মেন্টসে গুলি করে কর্মী হত্যা করা হল। সব শান্ত। (২) বিএনপি-র সাধারন সম্পাদক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বড় বড় মাথা ওয়ালা নেতাদের এরেষ্ট করা সহ জেল হাজতে ঢুকিয়ে দেয়া হল। (৩) কোন গ্রীন সিগনাল না থাকলে এগুলো ১৫ বছরে করা হয় নাই, অথচ নির্বাচনের ঠিক দুইমাস পূর্বে গ্রীন সিগনাল ছারা কিভাবে করা সম্ভব। ভারতের সাথে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক, চীন ও রাশিয়া বাংলাদেশের উন্নয়ন পার্টনার এবং এই বড় বড় তিনটি পারমানবিক শক্তিধর রাষ্ট্রই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে রয়েছে। (৪) পিটার হাসকে বাংলা মাইর দেয়া হবে, এসব বলা সত্বেও পিটার হাস সহ সব চুপচাপ। এগুলো সব আই ওয়াস। (৫) আমেরিকা থেকে উচ্চপদস্থ কর্মকর্তাগন ভারতে এসেছেন এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। দক্ষিন এশিয়ার দেশগুলোতে যেন পূর্বের ন্যয় শান্তি বিরাজ করে দিল্লী এবং আমেরিকা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এটাতে কি বুঝায়, বুঝ