সরকার পতনের ভয়ঙ্কর ষড়যন্ত্র টাঙ্গুয়ার হাওরে? ৩৪ শিক্ষার্থী গ্রেফতার!

সত্যিকার নির্বাচনের পথ তৈরী করবার জন্য একদিকে গণতান্ত্রিক উন্নত বিশ্বের নজিরবিহীন ক্রমাগত চাপ, অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের জোরদার আন্দোলন- এমন পরিস্থিতিতে সরকার কি সত্যিই পতন-আতঙ্কে ভূগছে? নাকি পুরোনো চরিত্র অনুযায়ীই তারা দমন-পীড়নের চেনা পথে হাটছে? কেন তাহলে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বুয়েটের ২৪জনসহ মোট ৩৪ শিক্ষার্থীকে সরকার-বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হলো? সরকারের বিরূদ্ধে কী ধরণের ষড়যন্ত্র করেছিল এসব কিশোর-ছাত্র? কিভাবে তারা জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে। কেন তাদের বিরূদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে? কী সন্ত্রাস তারা করেছে? এসব নিরীহ শিক্ষার্থীর ভবিষ্যত কী? কারও কি জানা আছে এসব প্রশ্নের জবাব?
Back to Top